সিলেট বিভাগে ভয়ঙ্কর ভাইরাস করোনা আবারও কেড়ে নিয়েছে একজনের প্রাণ। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র বিষয়টি জানিয়েছে।

এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৩২, সুনাগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২৩ জন মৃত্যুবরণ করেছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের ১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এই একজন নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ৬৭ হাজার ৬৮৭ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৬৫ জন, সুনামগঞ্জে ৭ হাজার ৯২ জন, হবিগঞ্জে ৭ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ৯ হাজার ৯৪৯ জন। এছাড়াও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৮৬ জনের।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৬৬ হাজার ১০৫ জন।

‌নতুন আঙ্গিকে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের কার্যালয়