সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫২ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।

সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৩ জন। রাতে নতুন ৩৯ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ৪৫২ জন।