সিলেটে এবার পানসি বেকারীকে জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। বুধবার (২৩ ডিসেম্বর) সিলেট শহরতলির শাহপরাণ এলাকার পানসি বেকারিকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলেট শহরতলির শাহপরাণ এলাকার পানসি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট (মেট্রো)-এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
র্যাব-৯ এর এএসপি এ.কে.এম কামরুজ্জামান সিলেটভিউ-কে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে পানসি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।