বিএনপি ও জামায়াতের রোববারের (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘিরে নাশকতা মোকাবেলায় সতর্ক অবস্থায় রয়েছে র‌্যাব-৯।

সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে র‌্যাব-৯ এর পর্যাপ্ত টহল ও বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জনগণের জানমালের নিরাপত্তা, নির্বিঘ্নে যানবাহন চলাচল, সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ জেলাগুলোতে নিয়মিতভাবে রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যে কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাব-৯ এর বিশেষ টহল কার্যক্রমের পাশাপাশি র‌্যাব সদস্যরা সাদা পোষাকে সতর্কতার সাথে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোন প্রয়োজন মোকাবেলায় র‌্যাব-৯ এর পর্যাপ্ত সংখ্যক রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে।