সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগের এক কর্মী ছুরিকাহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রলীগ কর্মী হচ্ছেন ওমর আহমদ মিয়াদ। নিহত মিয়াদ লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়ছেন।

আর আহতরা হচ্ছেন নাজমুল ও নাসিম। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। নাজমুল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

বেলা ৩ টার দিকে টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। দুটি পক্ষই টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের দু’টি গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছেন।

সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।