সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউপির টিলাগাঁওয়ে লিজা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গ্রামের আখলিছ মিয়ার বাড়ির পেছনে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

লিজা আক্তার ওই গ্রামের জুয়েল আহমদের মেয়ে।

জানা যায়, কোনো একটি বিষয় নিয়ে মা-বাবার সাথে অভিমান করে সোমবার ঘর থেকে বেরিয়ে যায় লিজা। ওইদিন রাতে বাড়ি ফিরেনি। তার অভিভাবকরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে আখলিছ মিয়ার বাড়ি পেছনে একটি গাছের সাথে লিজার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

লিজার এমন মৃত্যু এলাকায় রহস্যের সৃষ্টি করেছে। দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই মুজিবুর রহমান জানান, লিজা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য আমরা লাশ ওসমানী হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পাওয়া গেলে বুঝা যাবে ।

সৌজন্যে: সিলেটভিউ