সিলেট মহানগরের চৌকিদেখীতে রেজিস্ট্রিশনবিহনী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এ নারী নিহত হয়েছেন। রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আছমা বেগম (৩০)। তিনি সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নং গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আছমাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিকশাটি জব্দ করে ও এর চালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করে। সাগর এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের আব্দুর রহমানের ছেলে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।