আগামী জাতীয় নির্বাচনে ডামাঢোল এখনো বাজতে ঢের বাকি। এর মধ্যে প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা ও সভা সমাবেশের মাধ্যমে প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটাচ্ছেন। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনৈতিক সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থীরা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের ৬টি আসনের প্রার্থী তালিকা ছড়িয়ে দিয়েছেন দলের নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতে ইসলামীর সিলেট ৬টি আসনের প্রার্থী তালিকার নামগুলো নিজ নিজ আসনের পরিচিত ও পরীক্ষিত মুখ। এর মধ্যে সিলেট–১ আসনে
এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-২ আসনে প্রফেসার এম এ হান্নান, সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জয়নাল আবেদীন, সিলেট-৫ আসনে হাফেজ আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে সেলিম উদ্দিন।