সিলেট সদর উপজেলার লামাকাজির চাঁনপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস। অপর জনের পরিচয় জানা যায় নি। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে লামাকাজির চাঁনপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাগামী সিএনজির সাথে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পরে যায় এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপ পরিদর্শক দিবাংসু পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁনপুর এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।