আগামী পাঁচদিন সিলেটের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস সূত্র। তবে এ সময়ের মধ্যে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাসও রয়েছে।

সিলেটে দুদিন থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে সিলেটে তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (রবিবার) ছিলো ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে, অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সিলেটের রাস্তায় বের হওয়া মানুষের। অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। রাস্তায় বেরোলেই যেন চোখে-মুখে যেন আগুনের তাপ লাগছে। এই অসহনীয় গরমের সাথে পাল্লা দিয়ে সিলেটে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রতি ঘন্টায় একাধিকবার পর্যন্ত চলে যাচ্ছেন বিদ্যুৎ।

আবহাওয়া অফিস সূত্র জানায়, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির মাত্রা আগামী পাঁচ দিন ক্রমান্বয়ে বাড়ার আভাস রয়েছে।