বিজ্ঞপ্তি। ০২ ফেব্রুয়ারি ২০১৭।

লুৎফুর রহমান রচিত সিলেট বিভাগের গণহত্যা নিয়ে ‘লাল সবুজের ছড়া’র পাঠ উন্মোচন শুক্রবার (৩ ফেব্রুয়ারি)। সমছুল-করিমা ফাউন্ডেশনের উদ্যোগে বিকাল ৩ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বৃটেনবাসি সাংবাদিক ও কলামিস্ট ফারুক যোশী। পাঠ আলোচনা করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চল-সিলেটের উপ-পরিচালক (কলেজ) শিক্ষাবিদ তারিকুল ইসলাম, প্রতিথযশা কবি ফজলুল হক, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, জয়বাংলা পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, গবেষক ও লেখক মোহাম্মদ ফয়জুর রহমান, কবি মাশূক ইবনে আনিস, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল, দৈনিক সিলেটের ডাক’র সাহিত্য সম্পাদক কবি আব্দুল মুকিত অপি।

আমন্ত্রিত অতিথি থাকবেন বিয়ানীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অব.) আলী আহমদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়-সুনামগঞ্জের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান।
শহীদ পরিবারের পক্ষে অনুভূতি প্রকাশ করবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শ্রীমতি রুমা চক্রবর্তী ও এডভোকেট সাঈদ আহমদ মুমিত।

মূল প্রবন্ধ পাঠ করবেন বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন। বীরমুক্তিযোদ্ধা ও লেখক আব্দুল মালীক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি ওয়ালি মাহমুদ। অনুষ্ঠেয় পাঠ উন্মোচন অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সমছুল-করিমা ফাউন্ডেশনের পক্ষে- সাংবাদিক ও সংগঠক হাসান শাহরিয়ার ও শাবুল আহমেদ।