বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সিলেট শহরে ‘বিয়ানীবাজার ভবন’ নির্মাণের ব্যাপারেও মতামত ব্যক্ত করেন।

শনিবার রাত ৮টায় নগরীর গার্ডেন টাওয়ারস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ও সিলেটের প্রাক্তন সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের আহমদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের অন্যতম উপদেষ্টা লোকমান আহমদ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ ও জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, প্রচার সম্পাদক ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আজমল হোসেন চৌধুরী ওয়েস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ খান সাজু, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, কার্যকরি সদস্য মোহাম্মদ আব্দুস সবুর, জাকির হোসেন খান, ইসমত ইবনে ইসহাক সানজিদ, শহিদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, আবুল ফজল মো. আরিফ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এ সংগঠন হলো বিয়ানীবাজারবাসীর সকল মত ও পথের সংযোগ। সবার জন্য বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির দরজা খোলা। এজন্য নতুন সাধারণ ও জীবন সদস্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরো বলেন, আড়াম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির অভিষেক করা হবে। এ অনুষ্ঠানে নতুন ও পুরনো সদস্যদের সম্মিলন ঘটানো হবে।