বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজারে শোকসভার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার বিকালে জনতা মার্কেটস্থ পার্টির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাংসদ এবং জাতীয় পার্টির উপদেষ্টা সেলিম উদ্দিন।
সভায় জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করেছেন বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালিক লালু, যুগ্ম সম্পাদক হাজী সফর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু।