সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ (৭০) আর নেই। তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, বিএনপি নেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদ দীর্ঘদিন থেকে তিনি জটিল রোগে ভোগছিলেন। গেল এক সপ্তাহ ধরে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর জানাযার নামাজ আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।
সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, শিল্পপতি ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ প্রমুখ। পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।