দৈনিক শ্যামল সিলেট’র প্রধান আলোকচিত্রী, বাংলানিউজ২৪ডটকম’র ফটো করেসপন্ডেন্ট ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য মাহমুদ হোসেনের মা মিনা বেগম ইন্তেকাল করেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টা ৫০ মিনিটের সময় সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজে পরিচিত ও শুভাকাঙ্খি সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে সাংবাদিক মাহমুদ হোসেন এবং এবি মিডিয়া গ্রুপের পরিচালক, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেকসভাপতি সাংভাদিক মাহমুদের চাচা আজিমুর রহমান বোরহান।

সাংবাদিক মাহমুদ হোসেনের ভাই রোববার সকাল ৯টায় প্রবাস থেকে দেশে ফিরবেন। তিনি ফিরে আসার পর মরহুমার মরদেহ সিলেট থেকে বিয়ানীবাজারের উত্তর আকাখাজানারে গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।