বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে এবং নিহতের ঘটনায় নানা কর্মসূচি গ্রহণ করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাব, জার্নালিস্ট এসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় পৌরশহরের মধ্যবাজারস্থ নিউমার্কেটের সামনে এটিএম তুরাব নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পরে এদিন বাদ আসর স্থানীয় ফতেহপুর জামে মসজিদে প্রয়াত সাংবাদিক স্মরণে দোয়া মাহফিল ও কবর জিয়ারত এবং পথশিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত এই তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় জাতীয়ভাবে পদকপ্রাপ্ত সাংবাদিক এটিএম তুরাবকে পুলিশ নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। আরও বলা হয়, সাংবাদিক তুরাবের মরদেহে ৯৮টি বুলেটের চিহৃ পাওয়া গেছে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনুষ্ঠিতব্য এই মানববন্ধনে বিয়ানীবাজারের সাংবাদিক অঙ্গন ছাড়াও সকল শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো প্রয়োজন। সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট নগরীর কালেক্টরেট জামে মসজিদ এলাকায় বিএনপি ও পুলিশের সংর্ঘষে গুলিবিদ্ধ হন সাংবাদিক এটিএম তুরাব। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।