বিয়ানীবাজার উপজেলার প্রতিশ্রুতিশীল সাংবাদিক এবিটিভি ও বিয়ানীবাজার নিউজ২৪ এর বার্তা সম্পাদক এবং বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য আহমদ রেজা চৌধুরীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন) । শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মুড়িয়া ইউনিয়নের নয়াগ্রামের নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। সাংবাদিক আহমদ চৌধুরীর মাতার ইন্তেকালে শোক জানিয়েছেন বিয়নীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল ও সাধারণ সম্পাদক শাবুল আহমদ সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।