সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিয়ানীবাজারের ছিদ্দিকুর রহমান লোদী। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত ছিদ্দিকুর রহমান লোদী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের বুরহান উদ্দিন লোদীর ছেলে।

তিনি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।