দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষে বিয়ানীবাজার ছাত্রলীগের উপজেলা কমিটি ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ। সোমবার (১১ মার্চ) বিকালে ঘোষিত কমিটিতে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষর করেন।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের জুয়েল আহমদ শিপুকে সভাপতি ও জাহিদুল হক তাহমিদকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। বিকাল ৩টা ৩৫ মিনিটে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নিজের ফেসবুক ওয়ালে উপজেলা ছাত্রলীগের কমিটি পোস্ট করেন।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ার পর ছাত্রলীগ পাবেল ও ছাত্রলীগ পল্লব গ্রুপের মধ্যে বইছে আনন্দের বন্যা। গত এক যুগ থেকে বিয়ানীবাজার ছাত্রলীগ ৭টি গ্রুপের বিভক্ত। বিভিন্ন প্রেক্ষাপটে গ্রুপে উপগ্রুপে বিভক্ত ছাত্রলীগে দীর্ঘ দুই দশক পর এসেছে নতুন নেতৃত্ব। ছাত্রলীগ উপজেলার নতুন দায়িত্বশীলদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষ করে পদপদবী বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এক প্লাটফর্মে রাজনীতিতে সক্রিয় থাকা দুঃস্বাধ্য হবে।
ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে ছাত্রলীগ পাবেল গ্রুপ ও ছাত্রলীগ পল্লবগ্রুপকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। ৮১ সদস্য বিশিষ্ট কমিটির বেশির ভাগ সদস্য এ দুই গ্রুপের মধ্যে বণ্ঠন করেছে জেলা ছাত্রলীগ।