বিয়ানীবাজার পৌর শহরতলীর অন্যতম একটি আবাসিক এলাকা হচ্ছে চন্দগ্রাম। এই গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা একমাত্র রাস্তাটির পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে দিন দিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। তবুও রাস্তাটি সংস্কারের কোনও উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় এলাকাবাসী।

বারইগ্রাম-বিয়ানীবাজার সড়ক থেকে শুরু হয়ে চন্দগ্রামটি মিশেছে মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রাম এলাকায় রাস্তায়। টানা কয়েক বছর ধরে রাস্তাটির দশা খুবই খারাপ। দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে বিটুমিন উঠে গর্ত হয়ে আছে। সারাদিনই ধুলাবালি উড়ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিন সংস্কারবঞ্চিত থাকা অবহেলিত রাস্তাটি দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ নিরসন করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।