বিয়ানীবাজার উপজেলায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রায় ৮০ শতাংশ সড়কই সংস্কার কাজ শেষ হয়ে গেছে। তবে দুটি সড়কের কিছুটা অংশের সংস্কার কাজ বাকি থাকায়, দৃশ্যমান ৮০% শতাংশ সংস্কার করাই বৃথা যাচ্ছে। ফলে দুর্ভোগ ভোগান্তি বাড়ার সাথে সাথে স্থানীয় সাংসদের প্রতি সমালোচনাও বাড়ছে।

সড়ক ও জনপথ বিভাগ সওজ’র আওতাধীন বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কটির সংস্কার কাজ প্রায় শেষের দিকে। তবে বিয়ানীবাজারের চারখাই বাজার চৌমুহনীর ৫০ ফুট এবং আলীনগর ইউনিয়ন অংশের রাস্তার ৪ কিলোমিটার সংস্কার কাজ বাকি থাকায় কোনভাবেই দুর্ভোগ পিছু ছাড়ছে না। একইভাবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির আওতাধীন বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেজগ্রাম অংশের ৫০০ ফুটের ভোগান্তিতেও সমালোচনা হচ্ছে জোরদার। বৃষ্টির মৌসুম শুরু হয়ে যাওয়ায় সড়কটির অবস্থা খুবই বেহাল। কাদাপানি জমে একাকার। সাধারণ মানুষ ও যান চলাচলে ঘটছে ব্যাঘাত।

সড়ক দুটোর চারখাই বাজার চৌমুহনী, আলীনগর ইউনিয়ন অংশ এবং মাথিউরা-তিলপাড়ার বেজগ্রাম অংশের সংস্কার না হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও পথচারীরা। সংস্কার কাজে ধীরগতি, নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা এবং যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতায় সড়ক দুটিতে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী।

সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সড়ক দুটির সংস্কার কাজ সমাপ্ত করে জনগণ ও যানবাহনের চলাচল উপযোগী করে দেয়ার।