বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামে গত ২৬ অক্টোবর প্রাণের মেরে ফেলার উদ্দেশ্যে ব্যবসায়ী রুয়েল আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নেপথ্যের কারণ এবং সন্ত্রাসী ও তাদের স্বজনদের মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করতে নানা নাটক সাজাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ব্যবসায়ী রুয়েল আহমদ। হুইল চেয়ারে বসে তিনি সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রুয়েল বলেন, এলাকার পরিবেশ ভাল রাখতে গ্রামবাসীদের সাথে নিয়ে তিনি মাদকসহ নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন। এর কারণেই সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। একই সাথে প্রতিবেশির কাছ থেকে তিনি জায়গা কিনে সেখানে নিরাপত্তা প্রাচীর তৈরী করায় তার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । এ সময় তিনি সন্ত্রাসী হামলায় জড়িতদের বিভিন্ন অপরািধে যুক্ত থাকার প্রমান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ব্যবসার আয় থেকে তিনি নিজ ইউনিয়নের সুস্থ মানুষের পাশ দাড়ান জানিয়ে ব্যবসায়ী রুয়েল বলেন, ব্যবসার কারণে সমাজের নানা শ্রেণি পেশার মানুষের সাথে সম্পর্ক রয়েছে। এর কারণে যারাই দায়িত্বে থাকেন তাদের সাথে নিয়ে বিগত প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীন মুরব্বি আব্দুল হান্নান বলেন, ব্যবসয়ী রুয়েলের উপর যারা হামলা করেছে আমাদের গ্রামের মানুষ কিন্তু এ ঘটনার পর তারা মুরব্বিদের সাথে কোন যোগাযোগ করেনি। করলে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করা যেত। বিয়ানীবাজার প্রেসক্লাবে ব্যবসায়ী রুয়েল আহমদের সাথে সংবাদ সম্মেলনে নিজ এলাকার মুরিব্বী, যুবকরা উপস্থিত ছিলেন।