মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েক দিন ধরে সকালেই সূর্যের দেখা মিলছে। কিন্তু রোদ থাকলেও হিমেল হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, এ অঞ্চলে রোদ থাকায় দিনে কিছুটা স্বস্তি মেলে। কিন্তু বিকেল গড়াতেই শুরু হয় হিমেল হাওয়া। রাত বাড়ার সঙ্গে তাপমাত্রা আরও নামতে থাকে। শীতের তীব্রতা থাকে সকাল পর্যন্ত। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে এখানকার জীবনযাত্রা।

বিশেষ করে ঠান্ডার কাবু হয়ে পড়েছেন চা শ্রমিকরা। তাদের বাগানে কাজ করতে কষ্ট হচ্ছে।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, এই অঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। তাপমাত্রার এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।