বিয়ানীবাজার নিউজ ২৪। ০৬ মার্চ ২০১৭।

আগামীকাল পথ নাটক উৎসবে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডা অন্তর বাউল নাটক মঞ্চস্থ করবে। কেন্দ্রী শহিদ মিনারে সন্ধ্যায় ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ সোমবার রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে তারা বিয়ানীবাজার ত্যাগ করবে।
এদিকে আজ বিকালে বিয়ানীবাজার সরকারি কলেজ মিলনায়তনে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছে সংগঠনের অভিনয় শিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সাংষ্কৃতিক কমান্ডের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন। তিনি সংগঠনের নবীন সদস্যদের একজোট নাট্য আন্দোলন এগিয়ে নেয়ার পরামর্শ দেন। মহড়া শেষে সংক্ষিপ্ত পরিচয় পর্বে আনোয়ার হোসেনের হাতে আব্দুল ওয়াদুদ রচিত নাট্য চর্চায় বিয়ানীবাজার গ্রন্থ
তুলে দেন রচিয়তা আব্দুল ওয়াদুদ।
মাজহারুল হক পিন্টুর রচনা ও আব্দুল ওয়াদুদের নির্দেশনায় অন্তর বাউল নাটকটি ঢাকায় পরিবেশন করতে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের ১৮ সদস্যদের প্রতিনিধি দল ঢাকা যাচ্ছেন।