বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লবের হেলিকপ্টার প্রতীকের নির্বাচনী সভা শেওলা দিঘলবাক এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়িতে নির্বাচনী সভায় প্রবীন মুরব্বি নুরুল আহাদ সভাতিত্বে এবং ছাত্রনেতা মিছবা আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। বিশেষ অতিথি ছিলেন কমান্ডার আব্দুল মতিন, সমির উদ্দিন, আপ্তাব আলী, সেলিম উদ্দিন, জয়নুল মিয়া, আলতাফ হোসেন, মোস্তফা উদ্দিন ও আসাব আলীসহ আরো অনেকে।

বিগত সময়ের মতো আগামীতেও দিগলবাক এলাকার উন্নয়নে নেক নজর রাখার জন্য চেয়ারম্যান প্রার্থী পল্লবের প্রতি আহবান জানিয়ে অতিথিরা ।

গত পাঁচ বছর সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি জানিয়ে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম পল্লব বলেন এই সময়ে চেষ্টা করেছি সকল এলাকায় সাধ্যমত সুষম উন্নয়ন করেছি।

সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সুমন, স্থানীয় যুবক জিবান আহমদ, জিয়াউর রহমান ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ও শাকির আহমদ।