উচ্চ শিক্ষায় আগ্রহী বিয়ানীবাজারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বহুল পরিচিত শেইপ অফ টুমোরো’স এডুকেশন আয়োজন করতে যাচ্ছে এডুকেশন এক্সপো—২০২৪। আগামী ৫ মার্চ, বিয়ানীবাজার পৌর শহরের অভিজাত পার্টি সেন্টার ‘রয়েল স্পাইস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার’-এ প্রোগ্রাম সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে৷

বিশেষজ্ঞ আলোচকগণ উচ্চ শিক্ষা অর্জনের বিদেশগামী শিক্ষার্থীদের নানা পরামর্শ এবং সকল বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

এক্সপোতে উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার৷ পুরো দিনজুড়ে যে কোন শিক্ষার্থী এক্সপো-তে অংশগ্রহণ করে ইউকে, ইউএস, কানাডা, জার্মানি, মাল্টাসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষায় আবেদন প্রক্রিয়া, ভর্তি পদ্ধতি, সুবিধা-অসুবিধা ইত্যাদি তথ্যাদি জানতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে।