ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ার তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে পাশে দাঁড়াল বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বাইকার্স কমিউনিটির কার্যালয়ে ইউনিয়নের ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাইকার্স কমিউনিটির আহবায়ক মিজানুর রহমান খান ফাহিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহরিয়ার রহমান শুভ। বিশেষ অতিথি ছিলেন শেওলা ইউপি সদস্য ফায়েক আহমদ, চারখাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক আহমদ খান, গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাইম আহমদ, লাভলু হোসেন, নাইম খান, নাহিদ আহমদ, সুমেল আহমদ, আবু সাইদ, আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন, কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটি সূচনালগ্ন থেকেই চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান একটি বিশাল বৃক্ষের ন্যায় যা থেকে সবাই উপকৃত হচ্ছে। তাছাড়া সংগঠনটির এই মহতী উদ্যোগ্য সতিই প্রশংসার দাবিদার।

এর আগে সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাহাঙ্গীর জামিল, নাইম উদ্দিন খান ও তারেক আহমদ।