গত রোববার রাতে বিয়ানীবাজার উপজেলায় বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বসতবাড়ির টিনের চাল ও ঘরের দেয়াল নষ্ট হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার মঙ্গলবার দুপুরেমোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপার এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করেন। প্রাথমিকভাবে এদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে ইতোমধ্যে উপজেলা কৃষি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার। একইসাথে সকল ইউপি চেয়ারম্যানবৃন্দকে ইউনিয়নভিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।