বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. এনামুল হক তালুকদার আর নেই। তার মৃত্যুতে কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, সাবেক সহকারি অধ্যাপক মো. মনিরুজ্জামান, সাবেক প্রভাষক মো. মনির আলম, মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রভাষক এমদাদুল হক, মো. জহির উদ্দিন এবং বাংলা বিভাগের সংগঠন অগ্নিবীণা বাংলা সংঘের প্রাক্তন সভাপতি আহমদ রেজা চৌধুরী, সভাপতি জয়নাল হোসেন ও সাধারণ সম্পাদক আকমল হোসেনসহ সদস্যবৃন্দ।
শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন তারা এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮.২০ মিনিটের সময় তিনি সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর