বড়লেখা উপজেলার শাহবাজপুর আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি ও বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা বদরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমি পরিচালক আব্দুল মালিক, প্রধান শিক্ষক ফারহানা আক্তার, শাহবাজপুর বাজার বণিক সমিতির সদস্য আনোয়ার হোসাইন, তরুণ ব্যবসায়ী আহমদ হোসাইন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক রাসেল আহমেদ, লাতু টিভি ফেসবুক পেইজের এডমিন নাজমুল কায়সার, হাফিজ আব্দুল আহাদ, সহকারী শিক্ষক হাফিজ মিজানুর রহমান, জুবায়ের আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।