শিউলি ফোটা শরৎ প্রাতে
কঁচি ঘাসের ডগায়
ঝল মলিয়ে শিশির হাসে
রবির আলোক ছটায়।
নীল আকাশে ভাসছে সাদা
হাজার মেঘের ভেলা
মনের সুখে খেলায় মত্ত
শরৎ তাহার খেলা।
কাশের বনে বইছে বাতাস
লাগছে দোলা ফুলে
নাচছে বেজায় ফুল কুমারী
নাচছে হেলে দোলে।
শরৎ মেঘের ভেলায় চড়ে
বৃষ্টি হঠাৎ নামে
আহা রোদ বৃষ্টির কানামাছি
খেলা ভালোই জমে।
সাতটি রঙে রঙধনু যে
আকাশ গঙ্গা পথে
জানিয়ে দিতে উদয় হলো
শরৎ প্রকৃতিতে।