লিবিয়ার রাজধানী ত্রীপলিতে বসবাসরত অবস্থায় রাহাদ আহমদ চৌধুরী নামের এক যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। গত ৮ডিসেম্বর রবিবার থেকে তাঁকে তার অস্থায়ী ঘরে কিংবা কাজের যায়গায় পাওয়া যায়নি। সংবাদটি পরিবারের লোকজন জানতে পারেন রাহাদের পরিচিত একজন বাংলাদেশীর মুঠোফোনের মাধ্যমে ঐ বাংলাদেশি ব্যক্তি আনুমানিকভাবে ধারণা করছেন তাকে হয়তো সেখানকার পুলিশ গ্রেফতার করেছে। রাহাদ আহমদ ২০১৯ সালের দিকে লিবিয়ায় পাড়ি জমান। এদিকে তার সন্ধানহীণ খবরে পরিবারের লোকজন মুঠোফোনে তাকে না পাওয়ার কথাও জানান। এমন পরিস্থিতি রাহাদের পরিবারকে দিশাহারা করেছে।

রাহাদের নিখোঁজের সংবাদ বৃহস্পতিবার রাত হইতে তার পরিবার পরিজন প্রতিবেশীরা সোস্যাল মিডিয়া ফেসবুকে প্রচারের মাধ্যমে সন্ধান কামনা করেছেন।

রাহাদ আহমদের গ্রামের বাড়ি চারখাই ইউনিয়নের সাচান গ্রামের মৃত সানু মিয়া চৌধুরীর তৃতীয় পুত্র। পরিবারের লোকজন লিবিয়ায় বসবাসরত বাংলাদেশীদের মাধ্যমে সন্ধান কামনা করছেন।তারা সোস্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে যদি কোন ব্যক্তি রাহাদের সন্ধান দিতে পারেন সেজন্য প্রচারের অনুরোধ জানাচ্ছেন।

কেহ তার সন্ধান পেলে নিম্নের ঐ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। 01703241009 তাহমিদ চৌধুরী