প্রতি লিটারে ৫ টাকা করে কমছে সব ধরনের জ্বালানি তেল। আজ রাত ১২টার পর থেকে জ্বালানি বিভাগে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনজারি করা হবে।

কিছুদিন থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিভিন্ন সময় গণমাধ্যমকে তিনি এ আভাস দেন। আজ সোমবার জ্বালানি বিভাগের এক জরুরী বৈঠকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

গত ৫ আগস্ট সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলো। নতুন দামের অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টপাকা থেকে কমে ১২৫ টাকা, ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সোমবার দিবাগত রাত থেকে কার্যকর করা হবে।
সূত্র- যমুনা টিভি।

‌বিয়ানীবাজারে চলছে নতুন নিয়মে পাঠদান