র্যাব-০৯ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় হেতিমগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় র্যাব তার কাছ থেকে ১৯২ পিছ ইয়াবা জব্দ করে।
ধৃত যুবক মো. কামরুল হাসান (২৬) একজন পেশাদার মাদক কারবারি। সে বিয়ানীবাজার উপজেলার খশির এলাকার লিচু মিয়ার পুত্র বলে জানিয়েছে র্যাব।
র্যাবের একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন এর নেতৃত্বে হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফথার করে। গ্রেফতারের পর উদ্ধারকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করেছে র্যাব।