আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী “বৃক্ষ দিয়ে গড়বো দেশ, সাজাই সোনার বাংলাদেশ” সম্পন্ন হয়েছে। সোমবার দু’টি পৃথক প্রতিষ্ঠান দাসউরা সিনিয়র আলিম মাদরাসা ও গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের (২০২৪-২৫) রোটারি বর্ষের প্রেসিডেন্ট রোটার্যাক্টর মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাবের সার্জেন্ট এ্যাট আর্মস হিজবুল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসউরা সিনিয়র আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ এবং গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবা বেগম ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের রোটার্যাক্টর পিপি আশরাফুজ্জামান, আইপিপি রোটার্যাক্টর জুম্মা জুমন, সেক্রেটারি রোটার্যাক্টর নাহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন দাসউরা সিনিয়র আলিম মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা কামাল হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার এটিও আব্দুল মোতালেব, দাসউরা সিনিয়র আলিম মাদরাসার বাংলা প্রভাষক আনিসুর রহমান স্যার, মাওলানা আব্দুল বাসিত, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, ফাহিম আহমেদ সুনেম, আবুল কালাম আজাদ প্রমুখ।