রোটারি ক্লাব অব বিয়ানীবাজার ভিজিট করেছেন রোটারি জেলা ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদের অফিসিয়াল ক্লাব। একই সাথে ক্লাবের প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় স্থানীয় রয়েল স্পাইস রেস্টুরেন্টে এ উপলক্ষে ডিস্ট্রিক্ট গভর্নর এক্সক্লুসিভ মিটিং ও ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান এমরান হোসেনের সভাপতিত্বে জেনারেল মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, কোভিড-১৯ পেন্ডামিকের মধ্যে ঘরে বসে না থেকে আর্তমানবতার সেবায় রোটারিয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রশংসা করে ডিস্ট্রিক্ট গভর্নর বলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার একদিন রোটারি জেলা ৩২৮২ এর মধ্যে অন্যতম একটি ক্লাব হিসেবে পরিচিতি লাভ করবে। এজন্য তিনি ক্লাবকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নানা দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের অনারারি মেম্বার ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র রোটারিয়ান মো. আব্দুস শুকুর। তিনি বলেন, রোটারি ক্লাব অব বিয়ানীবাজার জনকল্যাণে জনগণের দোড়গোড়ায় পৌঁছে গেছে। অন্যান্য যে কোন সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন এর চেয়ে রোটারিয়ানরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি ফিরুজা রহমান, রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এর এসাইন এসিস্টেন্ট গভর্নর মো. কাওছার এইচ শাহিন, জোনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান পিপি কবির উদ্দিন আহমদ, এসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান ফিরোজ উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান মো. অালাল উদ্দিন, পিপি রোটারিয়ান সালেহ আহমদ, আইপিপি রোটারিয়ান কামাল হোসেন, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. আবু ইসহাক আজাদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাসান আহমদ, রোটারি প্রত্যয় পাঠ করেন চার্টার্ড মেম্বার রোটারিয়ান জামিল হুসাইন।
ডিস্ট্রিক্ট গভর্নরকে ফুল দিয়ে বরন করেন ক্লাবের ফার্স্ট লেডি ফৌজিয়া ইসলাম, শাহিদা বেগম ও রোটারিয়ান লাইলী বেগম।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এমরান হোসেন ও ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান মো. আলাল উদ্দিন এর অর্থায়নে সুপাতলা লিটল বাডস্ কিন্ডার গার্টেন স্কুলের সিলিংয়ের কাজের জন্য অনুদান প্রদান করা হয়। অনুদান গ্রহণ করেন লিটল বাডস্ কিন্ডার গার্টেন স্কুলের চেয়ারম্যান রোটারিয়ান জামিল হোসেন।
এসমিয় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রোটারিয়ান মোঃ জামাল উদ্দিন, পিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম লিটন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মতিন, ক্লাব ট্রেজারার রোটারিয়ান সুমন আহমদ, সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান আব্দুল মান্নান মিন্টু, রোটারিয়ান আব্দুস শুকুর বাবলু, রোটারিয়ান সাব্বির আহমদ, রোটারিয়ান জামিল হোসেন, রোটারিয়ান সাবুল ইসলাম, রোটারিয়ান দেলওয়ার হোসেন, রোটারিয়ান সুলতান আহমদ, রোটারিয়ান আব্দুস সালাম মুক্তা, রোটারিয়ান আনোয়ার হোসেন খান, রোটারিয়ান আবুল কালাম খোকন, রোটারিয়ান শাহজাহান সিদ্দিক, রোটারিয়ান সালেখ আহমদ, রোটারিয়ান কাওসার আহমেদ সাবুল, মনিরুজ্জামান রিপনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ ও রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি।
সভা শেষে ডিস্ট্রিক্ট গভর্নরের সম্মানার্থে এক নৈশভোজ এর আয়োজন করা হয়।