বিয়ানীবাজারের মুড়িয়ায় ইউনিয়নের নওয়াগ্রাম এলাকার বিয়ানীবাজার নিউজ২৪ এর সিনিয়র প্রতিবেদক আহমদ রেজা চৌধুরীর বসতবাড়ির খড়ের গাঁদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় প্রতিবেশি ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর আগেই প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। তবে পাশের গরু ঘরে রাখা ৪টি গরু উদ্ধার করা হয়েছে।
সাংবাদিক আহমদ রেজা চৌধুরী জানান, প্রতিবেশি ও স্থানীয়দের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান তিনি।