জিম আফ্রো টি-১০ লিগের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়। বুলাওয়ে ব্রেভস দলে ভিড়িয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটারকে। তার দল বুলাওয়ে ব্রেভস আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওয়ার্নারকে।

বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। এই দলে সতীর্থ হিসেবে পাচ্ছেন কার্লোস ব্রাফেট, আকিলা ধনঞ্জয়া ও আইকন খেলোয়াড় ডেভিড ওয়ার্নারকে। এর আগে প্রথম আসরে এই দলের হয়েই খেলেছেন তাসকিন আহমেদ। পেসার তাসকিনের সঙ্গে উদ্বোধনী আসরে জোবার্গ বাফেলোসের হয়ে খেলেছেন মুশফিকুর রহিম।

এর আগে একই লিগে দল পেয়েছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। হারারে বোল্টস তাকে ড্রাফটের বাইরে সরাসরি সই করিয়েছে। বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘বি’-তে আছেন বাংলাদেশি অলরাউন্ডার।

দ্বিতীয়বারের মতো হতে যাওয়া জিম আফ্রো টি–১০ লিগের এবারের আসর শুরু হবে ২১ সেপ্টেম্বর। জিম্বাবুয়ের হারারেতে আয়োজিত টুর্নামেন্টটি শেষ হবে ২৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ডারবান কালান্দার্স।