১২জন তরুণ-তরুণী। সবার বয়স ১৬-২০এর কোঠায়। এসেছেন মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্কে। পার্ক মানে বিনোদন বা খোলা আকাশে বাতাস গায়ে লাগানো। কিন্তু এই রিজেন্ট পার্ক কর্তৃপক্ষ রেখেছে শয়ন কক্ষ। ভাড়ায় রুম বুক করে নির্জনে ফুর্তি করার ব্যবস্থা।

স্থানীয় এলাকার যুবকরা হানা দেয় পার্কে ৬টি রুম থেকে আটক করা হয় ১২জন উঠতি বয়সি তরুণ-তরুণীদের।

আটক সবাইকে এক কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। তাদের মধ্যে বিশ্বনাথ, জগন্নাথপুর, মৌলভীবাজার থেকে কেউ কেউ এসেছেন এই পার্কে।

স্থানীয় এক যুবক জানান, পার্কটি গত ৫ আগস্টের পর থেকে লাগামছাড়া হয়ে গেছে। এর আগেও এরকম কর্মকান্ড হতো আমরা একবার রাতে ভাঙচুর করেছি। পরে এলাকার সালিস ব্যক্তিদের মাধ্যমে মিমাংসা হয়। ১০বছরের সময়ের মধ্যে প্রথম ২বছর ভালোই চলে। এখন যা অবস্থা এলাকার সম্মান নিয়ে প্রশ্ন।

খোঁজ নিয়ে জানা যায়, শুধুমাত্র ছেলের নাম দিয়ে রুম এন্ট্রি করা হয়। তোলা হয় না ছবি কিংবা রাখা হয় না এনআইডির কপি।

ঘটনার সত্যতা স্বীকার করে মোগলাবাজার থানার ওসি বলেন আমাদের ফোর্স সেখানে যাচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।