প্রকাশ। ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
সেদিনও বসন্ত ছিল
প্রকৃতি সেজেছিল অপরুপ সাজ,
কোকিলের কুহু ডাক
ডালে ডালে ফুটন্ত শিমুল
-পলাশ সবই ছিল,
আর নির্দেশের অপেক্ষায় ছিল
তাক করা আগ্নেয়াস্ত্র
দুপুরের সুর্য ছড়াচ্চিল উত্তাপ, উত্তেজনার বারুদ পৌঁছাল চরমে
একটি ইশারা
ফায়ার!
বুটপরা খাঁকি পোষাকগুলো জানোয়ার হয়ে উঠে
… সেই রক্তে স্নাত হলো আমার প্রিয় বর্ণমালা।