বিয়ানীবাজার পৌর এলাকার সাবেক ব্যবসায়ী যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক’র ওজনপার্ক এলাকার স্থায়ী বাসিন্দা, মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটির আজীবন সদস্য এবাদুর রহমান রেদওয়ান নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিউইয়র্ক এর একটি হাসপাতালে স্থানীয়রা তাকে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার রাতে লেগজিনটন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের প্রথম জানাজার নামাজ রবিবার বাদ মাগরিব ৭.৩০ মিনিটে আল-আমান মসজিদে (203 Forbell St, Brooklyn, NY 11208) এবং ২য় জানাজার নামাজ সোমবার সকাল ১১ টায় জাকারিয়া মসজিদ বাফেলো (182 Sobieski St, Buffalo, NY 14212) অনুষ্টিত হবে।

বিয়ানীবাজার পৌর এলাকার মোল্লাপুর (মোল্লাগুষ্টি) গ্রামের বাসিন্দা মরহুম ফয়জুর রহমান (চুনু) এর বড় ছেলে মরহুম এবাদুর রহমান রেদোয়ান মৃত্যুকালে স্ত্রী-কন্যা, ভাই-বোন, মা’ সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রচারবিমুখ পরোপকারী এবাদুর রহমান রেদোয়ান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মরহুমের মৃত্যুর সংবাদে নিউইয়র্ক ও বিয়ানীবাজারের নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক, মোল্লাপুর সোসাইটি ইউএসএ ইনক ও মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন।