বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস্ সোসাইটি’র আজীবন সদস্য ও মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য এবং মোল্লাগুষ্টি জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী তবারক আলী যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে তাঁর নিজ বাড়িতে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির দায়িত্বশীলরা বিদায়ী স্মারক সম্মাননা প্রদান করেন। সোসাইটির ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম এর পিতা হাজী তবারক আলী সমাজসেবামূলক কার্যক্রমের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহমান আফজল, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শাহান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক হাসান আহমদ, অফিস সম্পাদক সাইফুর রহমান সাদিক, সদস্য আবিদ হোসেন, আরিফুর রহমান মাহি, আসিফ আহমদ ও ইয়াসিন আরাফাত প্রমুখ।
