যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপাড়া গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত খাসাড়ীপাড়া সোসাইটি ইউএসএর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত সোমবার সন্ধ্যায় ওজন পার্কের স্কাইলাইন হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সামছুল আবেদিন।

সোসাইটির সাধারণ সম্পাদক রাজু আহমদ এবং এবি মিডিয়া গ্রুপের এমডি, বিশিষ্ট সংগঠক ও খাসাড়ীপাড়া সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ফখরুল ইসলাম দেলওয়ারের যৌথ সঞ্চালনায় ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন এবি মিডিয়া গ্রুপের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল ইসলাম।

মাহফিলে খাসাড়ীপাড়া সোসাইটি ইউএসএ’র নেতৃবন্দ এবং বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠার পর থেকেই খাসাড়ীপাড়া সোসাইটি ইউএসএ স্থানীয় এলাকার সামাজিক এবং আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। আগামীতে তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সোসাইটি সংশ্লিষ্টরা।