যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সির একটি ছোট্ট শহর হচ্ছে সিটি অব প্যাটারসন। প্রায় ৩০ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস এ শহরটিতে। স্থানীয় নেতৃত্ব নির্বাচনে গত মঙ্গলবার (১৪ মে) অনুষ্ঠিত হয়েছে ভোট উৎসব। এ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হ্যাট্রিক বিজয় অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান ও শাহিন খালিক ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন খালিক।

প্যাটারসন সিটির কাউন্সিল নির্বাচনের বেসরকারী ফলাফলে বর্তমান কাউন্সিলম্যান শাহিন খালিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক কমিশনার এহিয়া খাঁনের চেয়ে ৩৮২ ভোট এগিয়ে ছিলেন।

সিটি নির্বাচন অফিস থেকে পাওয়া বেসরকারি তথ্যানুযায়ী নির্বাচনে শাহিন খালিক সর্বমোট পেয়েছেন ১৮৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহিয়া খান পেয়েছেন ১৫১৩ ভোট। এছাড়া অপর আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফ্রাঙ্ক জি ফিলিপেলি পেয়েছেন ৪৬৬ ভোট।

সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে শাহীন খালিকের ওই বিজয়কে প্রবাসীরা বাংলাদেশি কমিনিউটির বিজয় বলে উল্লেখ করেন শাহীন খালিক।

শাহিন খালিক ২০১৪ সাল থেকে ২নং ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসাবে টানা তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে প্রবাসী বাংলাদেশীসহ সকলের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

হ্যাট্রিক বিজয়ী শাহিন খালিক বলেন , আমার প্রতি প্যাটারসন সিটির জনসাধারণের ভালবাসা আমি কৃতজ্ঞতাভরে স্মরণ করি এবং পুনরায় কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে। তিনি ১৯৯২ সালে ১৩ বছর বয়সে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউজার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।