বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা নিবাসী, বর্তমানে যুক্তরাষ্ট্রস্থ জ্যামাইকার বাসিন্দা নূর উদ্দিন ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।গত ১৩ জুন সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম নুর উদ্দিন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ২০২২-২৩ কার্যকারী পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গতকাল শনিবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টার মরহুমের জানাজার নামাজ শেষে তার দাফনকার্য সম্পন্ন হয়। এসময় বিয়ানীবাজার সমিতির দায়িত্বশীলবৃন্দসহ মরহুমের পরিবার-পরিজন, শুভাকাঙ্খী ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে, মরহুম নুর উদ্দিনের মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু।