বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপারা গ্রামের সর্বজন পরিচিত ও প্রিয় ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা, খাসাড়ীপারা ওয়ার্ল্ড ওয়াইড এর অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিন ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৯টায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ বাদ জুম্মা ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তার মরদেহ দাফন সম্পন্ন হবে।

এদিকে, প্রবাসী এই কমিউনিটি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী নেতৃবৃন্দ ও এলাকার সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এলাকার উন্নয়নে নিবেদিত ব্যাক্তিত্ব ইসলাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শুকতারা জন মঙ্গল সমিতি খাসাড়িপাড়ার নেতৃবৃন্দ।
সভাপতি মিজানুর রহমান রুমেল ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মিসবাহ উদ্দিন সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, ইসলাম উদ্দিনের মৃত্যুতে এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

‌বিয়ানীবাজারে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বহুতল ভবন, সাংসদ নাহিদের অবদান’