যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করে বাজিমাত করেছেন বিয়ানীবাজারী বাবা-মেয়ে।

জানা গেছে, ইংল্যান্ডের ওয়ারিংটন কাউন্সিল থেকে মো: মোয়াজ্জেম হোসেন দ্বিতীয় বারের মতো কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া একই কাউন্সিলে মো: মোয়াজ্জেম হোসেনের মেয়ে সলিসিটর লি হোসেন প্রথমবারের মতো কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।

বাজিমাত করা বাবা-মেয়ে দুজনেই বিয়ানীবাজার পৌরসভার খাসা-কসবা গ্রামের সন্তান। ওই গ্রামের বাসিন্দা মরহুম ডাঃ মতিন উদ্দিন আহমেদের পুত্র হচ্ছেন মো: মোয়াজ্জেম হোসেন ও নাতনি হচ্ছেন সলিসিটর লি হোসেন ।

এদিকে,  যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করে বাজিমাত বাবা-মেয়ের এমন সাফল্যে গর্বিত কমিউনিটিতে বসবাসরত সকল বিয়ানীবাজারবাসী।