প্রবাস ডেস্ক। ০১ মার্চ ২০১৭।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাজ্যের সামারসেট শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার করিম মিয়া শামীমকে আহবায়ক এবং বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রসংসদ ’৯৫-এর ক্রীড়া সম্পাদক জুবের আহমদ ও আবুল কালাম যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান আগামী দু’মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির অপর সদস্যরা হলেন রেজাউল করিম, মোহাম্মদ আউয়াল মিয়া, খালেদ আহমেদ, রওশন আহমেদ, মেহবুব রুমালী, সৈয়দ রেজাউল হাসান, কবির মিয়া, মোহাম্মদ সুমন, সালা উদ্দিন, শুকুর উদ্দিন, ফয়জুল ইসলাম, আকবর আলী, মোহাম্মদ হোসেন, রুহেল উদ্দিন, ফখরুল ইসলাম, নূর মিয়া চৌধুরী, রাফি চৌধুরী ও আব্দুল কাইয়ূম।
এদিকে যুক্তরাজ্যের সামারসেট শাখা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, সভাপতি হাজি সামছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ, শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, যুগ্ম আহবায়ক জুবের আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের ভিপি কামিল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য কাওছার আহমদ ও কে.এইচ. সুমন, বিয়ানীবাজার পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান অপু প্রমুখ।