বিয়ানীবাজারের অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সদ্য প্রয়াত মরহুম আতাউর রহমান ও সোসাইটির সদস্য দেলোয়ার হোসেন রাজুর পিতা মরহুম সায়াদুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোৃয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে শুক্রবার বাদ জুম্মা দুপুর ২টায় সোসাইটির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সোসাইটির উপদেষ্টা, সাবেক এবং বর্তমান কর্মকর্তাবৃন্দ সহ এলাকার মুরব্বি ও সোসাইটির সদস্যরা অংশ নেন।
সোসাইটির সভাপতি আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও সাংগঠনিক সম্পাদক তাজবির আহমদ ছাইম এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা ডা মাহবুবুল হক, জামিয়া মালিকিয়া মোল্লাপুর মাদ্রাসার সভাপতি নাজমুল হক, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ওলিউর রহমান সাবলু, সোসাইটির সাবেক আহবায়ক ছরফরাজ তারাকী, সাবেক সভাপতি শামীম আহমদ ও শাব্বির আহমদ, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমান আফজল।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অফিস সম্পাদক সাইফুর রহমান সাদিক এবং বক্তব্য রাখেন শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহরিয়ার শাহান।