বিয়ানীবাজার উপজেলার পৌরসভার মোল্লাপুর মোল্লাগুষ্ঠির প্রবীণ মুরব্বি, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা, বিএনপি নেতা ব্যবসায়ী আতাউর রহমান আতা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না।।।রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র সভায় তিনি অসুস্থত হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাঁর হঠাৎ মৃত্যুতে মোল্লাপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি সন্তান, স্ত্রীসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে মোল্লাপুর-নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এদিকে বিএনপি নেতা আতাউর রহমান আতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী। তিনি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।